October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > খেলাধুলা > অক্টোবরে বাংলাদেশকে নিয়ে সিরিজ আফগানিস্তানের, ভেন্যু কোথায়?

অক্টোবরে বাংলাদেশকে নিয়ে সিরিজ আফগানিস্তানের, ভেন্যু কোথায়?

ক্রীড়া প্রতিবেদক :
২০২৫ সালে এমনিতেই ব্যস্ত ক্রিকেটসূচি বাংলাদেশের। এরসঙ্গে যুক্ত হচ্ছে আরও দুটি সিরিজ। আগামী অক্টোবরে বাংলাদেশকে নিয়ে এই দুটি সিরিজ আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে এই দুই সিরিজে।

বাংলাদেশকে আতিথেয়তা দেবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের গ্রেটার নয়ডা হলো আফগানিস্তানের হোম ভেন্যু। তবে ভারতে নয়, আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরের (এফটিপি) বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজনের ভেন্যু হতে যাচ্ছে আরব আমিরাত। দুই দেশের মধ্যে গত বছর স্থগিত হওয়া সিরিজটিই অক্টোবরে হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই সিরিজ আগেই হওয়ার কথা ছিল। সেটিই অক্টোবরে খেলার বিষয়ে একমত হয়েছে দুই বোর্ড।’

গত বছর জুলাইয়ে আফগানিস্তান দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশকে নিয়ে; কিন্তু খেলোয়াড়দের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর দোহাই দিয়ে সেই সফর স্থগিত করে বিসিবি।

এরপর টেস্ট বাদ দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ওই বছরের জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় সাদা বলের দুটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল; কিন্তু ওই সময়ে সেখানকার আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচের জন্য উপযুক্ত নয় বলে সাড়া দেয়নি বিসিবি।

সাদা বলের স্থগিত হওয়া সেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজই এবার খেলা হবে আরব আমিরাতে। তবে টেস্ট দুটির ভাগ্য এখনো অনিশ্চিত বলেই জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস, ‘টেস্ট দুটির ভবিষ্যৎ এখনো নির্ধারণ হয়নি। দুই বোর্ড সুবিধাজনক সময়ে তা আয়োজন করবে।’ ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিবি ও এসিবি বসে এই দুটি টেস্টের ভাগ্য নির্ধারণ করবে। আগামী বছর যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ।

’অক্টোবরের শেষ দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ আছে বাংলাদেশের। ৬টি সাদা বলের ম্যাচ খেলবে ওই সময়। একই সময়ে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তানও। এর আগেই তাই এই সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডেরই।’