October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > জনদুর্ভোগ > অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর কর্মকর্তাদের রোববারও ৬ঘন্টা কলম বিরতি সদস্য মো: বেলাল হোসাইন চৌধুরী বিরুদ্ধে সকলের অভিযোগ

অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর কর্মকর্তাদের রোববারও ৬ঘন্টা কলম বিরতি সদস্য মো: বেলাল হোসাইন চৌধুরী বিরুদ্ধে সকলের অভিযোগ

 

মো: রাজিব উদ দৌলা চৌধুরী
সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবীতে জোরদার হচ্ছে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন। আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন কর ও শুল্কের নন-ক্যাডার কর্মকর্তারাও। আগামীকাল রোববার সারাদেশে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অর্থাৎ ৬ঘন্টা কলম বিরতি ঘোষনা দিয়েছেন সংস্কার ঐক্য পরিষদ। আজ জাতীয় রাজস্ব ভবনের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
এদিকে, কাস্টমস ক্যাডার সংগঠনের সভাপতি সদস্য, কাজী মুস্তাফিজুর রহমান এসোসিয়েশনের পদ থেকে আজকেই পদত্যাগ করার ঘোষনা দেন। স্থগিত করা হয়েছে বিসিএস কর এসোসিয়েশনের কার্যক্রম। এর কয়েকদিন আগে কর এসোসিয়েশনের সভাপতি, সদস্য হিসেবে পদোন্নতি পেয়ে এই পদ থেকে পদত্যাগ করেন।
আন্দোলন কারীরা দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন হয়নি এমন অভিযোগ সংস্কার অধ্যাদেশ বাতিলের দাবীতে গত দু’সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিল। টানা ৩দিন কর্মদিবস কলম বিরতি পালন শেষে আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনে আজ জড়ো হন হাজার হাজার কর্মকর্তা। আন্দোলনে আনুষ্ঠানিকভাবে যোগ দেবার ঘোষণা দেন নন ক্যাডার কর্মকর্তারাও।
চলমান এই আন্দোলনকে বানচাল ও নসাৎ করার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রাপ্ত এবং বহু অপকর্মের হোতা ও তোষামদ কারী সদস্য মো: বেলাল হোসাইন চৌধুরীকে বর্তমান চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন বলে আন্দোলন কারীদের অনেকেই অভিযোগ করেন। তারা আরো জানান,দেখলেনতো আপনাদের সাংবাদিকদের গত বৃহস্পতিবার চেয়ারম্যান প্রেস ব্রিফিং করবে বলে কিছু বহিরাগত দিয়ে কিভাবে নাজেহাল করল? এই বহিরাগতরা ঐ সদস্য মোঃ বেলাল হোসাইন চৌধুরীর আত্বীয় এবং ভাড়াটিয়া মাস্তান। যারা ঘটনার আগেও তার কক্ষে খাওয়া দাওয়া করেছিলেন। এদিকে, অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন ধরনের বৈষম্যবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। নাম প্রচারে অনিচ্ছুক, অনেক আন্দোলনকারী বলেন, আমরা দেশের রাজস্ব সংগ্রহের চালিকা শক্তি,আজ আমদেরকেও এ আন্দোলনে অংশ নিতে হচ্ছে।
আয়না ঘরে বসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারের সকল সুবিধা নিবে, আর অন্যান্য ক্যাডাররা তাদের দাসত্ব করবে, এধরনের বৈষম্য হতে বের হয়ে আসার একখনই প্রকৃত সংস্কার হওয়ার সময়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *