October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > রাজনীতি > এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন নীলা ইসরাফিল

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন নীলা ইসরাফিল

 

কালের ছবি ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সব সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।’

নীলা ইসরাফিল লেখেন, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (রিজেক্ট) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’