October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > বিশেষ প্রতিবেদন > এফবিজেও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

এফবিজেও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

কালের ছবি প্রতিবেদকঃ
গতকাল ১৭ ই মে শনিবার বিকাল চারটায় এফবিজেও এর চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। সভায় কোরআন তেলাওয়াত করেন এফবিজেওর ধর্ম বিষয়ক সচিব মুফতি মাওলানা আজিম উদ্দিন, সভার সঞ্চালনা করেন এফবিজেওর মহাসচিব মোঃ শামছুল আলম। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির হোসেন কাজী, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়জুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাকসুদুল বারী স্বপন, মহিলা বিষয়ক সচিব নাজমা আক্তার নীলা, প্রচার প্রকাশনা সচিব মোঃ হোসেন, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য মুন্সি মোহাম্মদ আল ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এফবিজেও চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার বলেন, দেশব্যাপী বিভিন্ন জেলা ও উপজেলায় স্থাপিত প্রেস ক্লাবগুলো সাংবাদিকদের পেশাগত কাজ পরিচালনা, মতপ্রকাশের স্বাধীনতা চর্চা, ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দেখা যাচ্ছে যে, এসব প্রেস ক্লাবের অনেকগুলোই এখনো কেন্দ্রীয়ভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত নয়, ফলে তারা বিভিন্ন সরকারি সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং সাংগঠনিক স্বীকৃতির বাইরে থেকে যাচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তথ্য প্রবাহে স্বচ্ছতা এবং গণমাধ্যমের বিকাশে জেলা-উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবসমূহকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা একান্ত প্রয়োজন। এর ফলে একদিকে যেমন গণমাধ্যমের মানোন্নয়ন হবে, তেমনি সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ হবে।

এফবিজেও মহাসচিব মো: শামছুল আলম বলেন, এফবিজেও সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবেন। তিনি এফবিজেও উন্নয়নে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরির জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *