October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > জাতীয় > কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলা, দোষীদের কেউ আটক হচ্ছে না অজানা কারণে। অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলা, দোষীদের কেউ আটক হচ্ছে না অজানা কারণে। অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে ৬জনকে কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউলকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেফার করা হয়েছে। অন্য আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার সন্ধ্যা আটটার দিকে কালকিনি পৌরসভা এলাকার উত্তর কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গত ২০ জুলাই থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কৃষ্ণনগর বাজারে যায় রেজাউল খান(৩২)। রাত ৮টার দিকে ফয়সাল সরদারের মুদি দোকানের সামনে আসলে হঠাৎ করে বাসির বেপারি ও রফিক বেপারি নেতৃত্বে আরও অজ্ঞাত ১৫/২০ জন লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রেজাউলকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাকে চাইনিজ কুড়াল ও সেনদা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে এবং তার মাথায় একাধিক কোপ দেওয়া হয়েছে। রেজাউল চিৎকারে ফয়সালসহ আশাপাশের লোকজন এগিয় এসে ফেরানোর চেষ্টা করলে তাদের উপর ক্ষিপ্ত হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ঐ সন্ত্রাসীরা। পরে স্থানীয় আরও লোকজন আগাই আসলে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে রেজাউলের অবস্থার আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহতের বাবা আনোয়ার হোসেন খান বলেন, পূব শত্রুতার ছাড়াও হামলাকারীদের সঙ্গে আধিপত্য নিয়ে আমার ছেলের বিরোধ রয়েছে। আমার ছেলেকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও বাসির ও রফিক বেপারীসহ অন্তত ১৫ থেকে ২০ জন লোক। তারা সবাই মিলে আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিলেো। আমার ছেলেকে হত্যা করতে পারলে ওরা এলাকায় রাজত্ব করতে পারবে।আমার ছেলের অবস্থা ভালো না। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭দিন হয়েছে থানায় মামলা দায়ের করেছি। পুলিশ এখনো কোন আসামিকে ধরতে পারেনি।
যারা আমার ছেলেসহ অন্যদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে তাদের সকলের কঠিন বিচার চাই আমি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন আজ সোমবার (২৮ জুলাই) মুঠোফোনে জানান, আসামি ধরতে আমাদের কোন গাফিলতি নেই। মামলার তদন্ত ও আসামি ধরার সর্বচ্চ চেষ্টা চলছে, শিগগিরই আসামিদের গ্রেফতার করতে পারবো বলে আমি আশাবাদী।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আধিপত্য ও পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা এখনো সম্ভব হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।