October 31, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > অপরাধ > পেয়াজের বাজারে অনৈতিক ঝাঁজের অভিযোগ

পেয়াজের বাজারে অনৈতিক ঝাঁজের অভিযোগ

ঢাকার বাজারে এক দিনের ব্যবধানে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে। কোনো কোনো বাজারে দাম বেড়েছে আরও বেশি। ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে গতকাল শুক্রবার এমন খবর আসার পর থেকেই এই পণ্যের দাম বাড়াতে শুরু করেন ব্যবসায়ীরা। গতকাল কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম বাড়ার পর আজ শনিবার সকাল থেকে পেঁয়াজের বাজার রীতিমতো তেতে উঠেছে।

সকালে রাজধানীর মালিবাগ, মগবাজার, রামপুরা ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন। বেশির ভাগ বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে মানভেদে ১৬০ থেকে ১৯০ টাকায়। দেশি পেঁয়াজের দাম বেশি ও মান এখন ততটা ভালো না হওয়ায় অধিকাংশ ক্রেতাকে আমদানি করা পেঁয়াজ কিনতে দেখে গেছে। চীন থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজের দাম পড়েছে ১২০–১৩০ টাকা। দেশের বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ এসেছে। এই সুযোগে তার দামও কেজিতে ১০–২০ টাকা বেড়ে ৮০–৯০ টাকায় উঠেছে।

মালিবাগে বাজারে কথা হয় ক্রেতা রফিকুল ইসলামের সঙ্গে। কালের ছবিকে তিনি বলেন, ‘আমি একটা হোটেল চালাই। কাল সকালেও ভারতীয় পেঁয়াজ ১৩০ টাকায় কিনেছি। আজকে সেই পেঁয়াজ নিলাম ১৮০ টাকায়। এ নিয়ে কথা বলে লাভ নেই। কথা বলতেও চাই না।

বাজারে যেসব ব্যবসায়ী দাম একটু কম রাখছেন, তাঁদের কাছে আগের কেনা পেঁয়াজ ছিল। নতুন যেসব পেঁয়াজ বাজারে আসছে, সেসব পেঁয়াজের দাম বেশি রাখা হচ্ছে। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, পাইকারি ব্যবসায়ীরা রাতারাতি একযোগে দাম বাড়িয়ে দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *