October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > অপরাধ > যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত : জাতিসংঘের চেতনা মরে গেছে- তুরম্কের প্রেসিডেন্ট এরদোয়ান

যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত : জাতিসংঘের চেতনা মরে গেছে- তুরম্কের প্রেসিডেন্ট এরদোয়ান

কালের ছবি ডেস্ক

গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বুধবার এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। এসময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন। এরদোয়ান বলেন, যদি একুশ শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে এই সংস্থার ভালো দিক কি?

তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে।উল্লেখ্য, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোয়ান।

সূত্র : আল-জাজিরা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *