October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > জাতীয় > রুশ উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

রুশ উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক :
রুশ উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতাকামচাটকা উপকূলে আছড়ে পড়ছে ঢেউ
রাশিয়ার দূর-পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছাকাছি ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার বেলা ১১টা ২৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

এটি ১৯৫২ সালের পর অঞ্চলটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পের পর কামচাটকার উপকূলীয় এলাকায় ৩ থেকে ৪ মিটার (১০ থেকে ১৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার রাজধানী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এবং ১৮ কিলোমিটার গভীরে।

রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা সতর্ক করেছে, পরবর্তী এক মাস পর্যন্ত ৭ দশমিক ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী আফটারশক বা পরাঘাত অনুভূত হতে পারে। ভূমিকম্পের আগেও গত ১০ দিনের মধ্যে কামচাটকায় একাধিক কম্পন রেকর্ড করা হয়।

এদিকে ভূমিকম্পে জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। এনএইচকে জানিয়েছে, পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে।

যুক্তরাষ্ট্র আলাস্কা, হাওয়াই, গুয়াম ও মাইক্রোনেশিয়ার বিভিন্ন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। পশ্চিম উপকূলজুড়ে রয়েছে সতর্কবার্তা।

হাওয়াইয়ের রাজধানী হনুলুলু ও ওহু দ্বীপের বিভিন্ন অংশে বাসিন্দাদের তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলেছে, ধ্বংসাত্মক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে, তাই সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।