October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > দেশ সংবাদ > লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সচেতন ছাত্র জনতা ও আলেম সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের বড়বাজার জামে মসজিদের সামনের সড়কে বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আলেম সমাজ, ছাত্রজনতাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য তেন- নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুর রহিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রায় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা দেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য এবং নির্বাচনকে বানচাল কারার ষড়যন্ত্র। তিনি দেশ মানুষের কল্যাণে বিএনপির শাসনামলে নিরলসভাবে কাজ করে গেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে ১৭ বছর কারাভোগ করেছেন। লুৎফুজ্জামান বাবর একজন ভাল মানুষ। তার কোন তুলনা হয়না। তাকে নিয়ে কোন ধরণের কটুক্তি সহ্য করা হবে না। তাই এনসিপি থেকে নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থণা করতে হবে। এছাড়া তাকে এনসিপি থেকে বহিষ্কার করার দাবী জানান বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট মাঠে গত ২৭ জুলাই এনসিপি আয়োজিত সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্রর চালান। যদি অস্ত্র হেন্ডেলিং করতে না পারেন তাহলে কেন নিয়ে আসেন।