October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > শিক্ষা-শিক্ষাঙ্গন > শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়া নিয়ে নানা আলোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার।

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তার ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। ’

গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছেন ১৬৫ জন। এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

এদিকে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত ছিল। এই শোকাবহে শিক্ষার্থীসহ নানা মহল পরীক্ষা স্থগিতের দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় সোমবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে অনড় থাকে। এক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে থাকে।

পরে রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এত বিলম্বে সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হতে থাকে।

এর মধ্যে মঙ্গলবার দুপুরে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এমনকি তারা গেট দিয়ে ভেতরেও ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয় থেকে ধাওয়া দিয়ে বের করে দেয়।