নিজস্ব প্রতিবেদক
স্বরলিপি পাবলিকেশনের উদ্যোগে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাকক্ষে শুক্রবার বিকেলে ‘আদর্শ সমাজ বিনির্মাণে কবি-সাহিত্যিক-শিল্পী-উদ্যোক্তাদের ভূমিকা, আলোচনা সভা ও গুণিজন সম্মাননা -২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সাহিত্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে সমাজ বিনির্মাণ আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য’ এই চিন্তা-চেতনাকে মূলমন্ত্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে সকল কবি-সাহিত্যিক-শিল্পী-উদ্যোক্তা সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে এই গুণিজন সম্মাননা প্রদান করা হয়। বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ এর সভাপতিত্বে এবং স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি-গবেষক মাহমুদুল হাসান নিজামী। উদ্বোধক ছিলেন ক্যান্সার গবেষক ও লেখক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. মোহাম্মদ আবু তাহের (লেখক, কলামিস্ট, শিক্ষাবিদ ও আইনজীবী), মুহাম্মদ আবু তাহের (কবি ও সংগঠক), মো. ইউনুস আলী (মহাসচিব, ফুড সেফটি মুভমেন্ট, যুগ্ম সম্পাদক -দৈনিক বাংলাদেশ সমাচার), দেবিকা রানী হালদার (চিকিৎসক ও কবি), আমজাদ হোসেন খান (ভাইস চেয়ারম্যান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল), নাসরীন খান (কবি ও সংগঠক) ও ফারজানা ইসলাম (সামাজিক উদ্যোক্তা ও লেখক)। এছাড়াও দেশের বিশিষ্ট কবি সাহিত্যিক শিল্পী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক তারিক মনজুর সমাজ গঠনে শিক্ষার ভূমিকা এবং সাহিত্য ও নৈতিক শিক্ষার সমন্বয় নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর মূল্যবান বক্তব্য প্রদান শেষে সাহসের সাথে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার লিপি আক্তারকে ভূয়সী প্রশংসা করেন।
প্রধান আলোচক ছিলেন- মাহমুদুল হাসান নিজামী বলেন, সাহিত্যের কাজ শুধু বাস্তবতা তুলে ধরা নয়, সুষ্ঠুতার সাথে সমাজকে পরিবর্তনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। তিনি সমাজ পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান।
উদ্বোধক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার এমন একটি চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করার জন্য স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার লিপি আক্তারকে ধন্যবাদ জানান।
সভাপতি ড. সাহেদ মন্তাজ সাহিত্যের রাষ্ট্রীয় ভূমিকা ও ভাষা-সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন, স্বরলিপি পাবলিকেশনের এই উদ্যোগ প্রশংসনীয়।
বিশেষ অতিথি ড. মোহাম্মদ আবু তাহের বলেন, সমাজ বিনির্মাণে কবি-সাহিত্যিক-শিল্পী-উদ্যোক্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত কবি-সাহিত্যিক-শিল্পী-উদ্যোক্তাগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করে অনুষ্ঠানে ভাবগাম্ভীর্য বাড়িয়ে তোলেন। এছাড়া কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্বরলিপি সংগীত একাডেমির শিল্পীবৃন্দ। পরিশেষে সভাপতির বক্তব্য এবং সম্মাননা প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়