October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > অপরাধ > বাড্ডা ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য — ঘুষ ছাড়া হচ্ছে না কোন কাজ!

বাড্ডা ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য — ঘুষ ছাড়া হচ্ছে না কোন কাজ!

 

ঢাকা প্রতিনিধি :
বাড্ডা ভূমি অফিসে চলছে দালালের একক আধিপত্য। অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ সহায়তায় এখানে গড়ে উঠেছে ঘুষ-দুর্নীতির রমরমা বাজার। নামমাত্র সেবার আড়ালে সাধারণ জনগণকে জিম্মি করে প্রতিদিন লাখ টাকার অবৈধ লেনদেন চলছে।

একজন সাংবাদিক অনুসন্ধান চালাতে গেলে ভূমি অফিসের কর্মকর্তারা দালালের অস্তিত্ব অস্বীকার করেন। ভূমি সহকারী কর্মকর্তা সাফ বলে দেন— “আমার অফিসে কোনো দালাল নেই।” অথচ সরেজমিনে দেখা যায়, রেকর্ড রুমে প্রকাশ্যে দালালরা কাজের ফাইল কেটে দিচ্ছে। সাংবাদিক বিষয়টি সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামানকে জানালে তিনি নির্লজ্জভাবে বলে ওঠেন— “দালাল কাজ করলে কী হয়? বৈধতার মধ্যে কাজ করছে!”

ভুক্তভোগীরা জানান, টাকা ছাড়া কোনো ফাইল আগায় না। সার্ভারের অজুহাতে দিনের পর দিন ঘুরানো হয়। অথচ টাকা দিলেই মুহূর্তের মধ্যে সার্ভারের সমস্যাও উধাও হয়ে যায়। নামজারি, পর্চা, জমা খারিজ—সব ক্ষেত্রেই ঘুষ ছাড়া হয় না কোন কাজ।

সাধারণ মানুষের প্রশ্ন:
ভূমি অফিসে কাদের শাসন চলছে?
প্রশাসনের নজরদারি কোথায়?
দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কবে?

জনগণের দাবি — অবিলম্বে বাড্ডা ভূমি অফিস থেকে দালাল চক্র উচ্ছেদ করে দুর্নীতি মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।