October 19, 2025 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > স্বাস্থ্য > জিয়াউর রহমান ফাউন্ডেশন অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

জিয়াউর রহমান ফাউন্ডেশন অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

 

জাহিদুল আলম :

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ)উদ্যোগে আজ২৯ জুলাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ। তিনি বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব।
মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান। মেডিকেল ক্যাম্প সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন দেব ভদ্র ,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, বিএনপি নেতা সাদেকুজ্জামান, বিএনপি নেতা বিল্লাল হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।
চিকিৎসকদের আমিনুর ইসলাম, ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধনকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান।