মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী
স্থবির হওয়া রাজস্ব বোর্ডের আওতাধীন মাঠ পর্যায় থেকে শুরু সকল কর্মকর্তাদের কলম বিরতির আজ দ্বিতীয় দিন।
এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে “এনবিআর সংস্কার ঐক্য পরিষদ” এর ডাকে চলমান কর্মসুচীর অংশ হিসেবে আজ ১৫ মে বিকাল ৩ টায় অনুষ্টিতব্য প্রেস ব্রিফিংয়ে সবাইকে এনবিআর প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংগঠনটি।সকলের উপস্থিতি ও সহযোগিতা তারা প্রত্যাশা করছে। দেশ ও রাষ্ট্রের স্বার্থে তারা এসহযোগিতা কামনা করছে বলে জানিয়েছেন