The Daily Kalerchobi
May 3, 2024 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > ক্যারিয়ার > কলাপাড়ায় ভাইচ চেয়ারম্যান পদে অধ্যাপক ইউসুফ আলী’র গনসংযোগ

কলাপাড়ায় ভাইচ চেয়ারম্যান পদে অধ্যাপক ইউসুফ আলী’র গনসংযোগ

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কলাপাড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থণা করছেন অধ্যাপক মো. ইউসুফ আলী। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক ও জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন। অধ্যাপক ইউসুফ আলী

ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার প্রচারণার কাজ শেষ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নেতাকর্মী ও শোভাকাংখিদের নিয়ে পৌর শহরে লিফলেট বিতরন করেন। এসময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান, প্রচার সম্পাদক শাহ আলম,

শ্রমবিষয়ক সম্পাদক এবিএম খালেক, উপজেলা কৃষকলীগ সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক এস. এম মুর্তাল্লা সৌরভ, স্বেচ্ছাবেকলীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ, মহিপুর যুবলীগ আহ্ববায়ক মিজানুর রহমান বুলেট, কেন্দ্রীয় যুবলীগ নেতা নয়া মিয়া নয়ন, পৌর ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. নাজমুল মিয়া ও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আশিকুর রহমানসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ গনসংযোগে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক মো. ইউসুফ আলীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেয়ে স্থানীয় ভোটাররা ব্যাপক উৎসাহ প্রকাশ করেন। তার মতো সৎ ও শান্তিপ্রিয় এমন একজন প্রার্থীকেই ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চান এমনটাই জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারন ভোটাররা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *