The Daily Kalerchobi
May 3, 2024 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > অপরাধ > গাইবান্ধায় বিল্ডিং কোড না মেনে বহুতল বানিজ্যিক ভবন নির্মানের মারাত্বক অভিযোগ

গাইবান্ধায় বিল্ডিং কোড না মেনে বহুতল বানিজ্যিক ভবন নির্মানের মারাত্বক অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি:-

গাইবান্ধা পলাশবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী কালীবাড়ি হাটের মুল প্রবেশ পথে বিল্ডিং
কোড না মেনে নির্মাণ করা হচ্ছে বহুতল বানিজ্যিক ভবন। সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায় পলাশবাড়ী
কালীবাড়ি হাটের মুল প্রবেশ পথ- জনতা ব্যাংক তিন মাথা রোডের মাঝামাঝি এলাকায় একটি বহুতল বানিজ্যিক
ভবন নির্মান করা হচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবনটি নির্মান করা হচ্ছে না। নেই পাকিং এর কোন ব্যবস্থা।

মার্কেটটি এমন একটি স্থানে নির্মাণ করা হচ্ছে যার তিন পার্শ্বেই পাকিং এর জায়গা থাকা বাধ্যতা মুলক। অথচ ভবন
মালিক পৌর সভা থেকে নকশা অনুমোদন নিলেও নকশা অনুযায়ী কাজ না করার ফলে ভবিষ্যতে নানামুখী মারাত্বক সমস্যার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্তের জন্য পৌর মেয়র বরাবরে অভিযোগ দাখিল করা হলে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পৌর সভার প্রধান প্রকৌশলী গোলাম মর্তুজা, সহকারী প্রকৌশলী মেহরাব হোসেন জনি ও সার্ভেয়ারকে সরেজমিন পরিদর্শনে পাঠান। তারা কালের ছবির সাংবাদিকসহ সাংবাদিকদের জানান পৌরসভার অনুমোদিত ডিজাইন অনুয়ায়ী কাজ হচ্ছে না।পার্কিং এর কোন ব্যবস্থা নেই। এতে ভবিষ্যতে যানজটের সমূহ সম্ভাবনাসহ নানামুখী ঝুঁকি রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ বিশেষ দরকার এবং নির্মাণ কাজ বন্ধ করা বিশেষ দরকার । এটি বৃহত্তর জনস্বার্থ বিবেচনা করা উচিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *