The Daily Kalerchobi
May 3, 2024 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > breaking news > গাজায় ‘গণহত্যা’: ইসরায়েলের বিরুদ্ধে মামলায় শুনানির তারিখ ঘোষণা

গাজায় ‘গণহত্যা’: ইসরায়েলের বিরুদ্ধে মামলায় শুনানির তারিখ ঘোষণা

ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গত ২৯ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

ওই মামলায় শুনানির তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালতে (আইসিজে)। আগামী ১১ ও ১২ জানুয়ারি এই শুনানি অনুষ্ঠিত হবে।

আইসিজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, নেদারল্যান্ডসের দ্য হেগের ‘শান্তি প্রাসাদে’ আইসিজে’র আদালতে এই অনুষ্ঠিত হবে।

প্রথমে ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন করবে। এতে দেশটি জেনোসাইড কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার যাতে আরও লঙ্ঘন না হয় এবং তাদের অধিকারের যে গুরুতর এবং অপূরণীয় ক্ষতি হয়েছে তা রক্ষা করার এবং জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যায় জড়িত না হওয়ার এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তির জন্য ইসরায়েলকে তার বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করার বিষয়ে যুক্তি তুলে ধরবে।

পরদিন ১২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার অভিযোগের বিষয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করবে ইসরায়েল।

উল্লেখ্য, জাতিসংঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েল উভয় দেশই আন্তর্জাতিক আদালতের দ্বারা দায়বদ্ধ।

প্রসঙ্গত, গাজায় প্রায় তিন মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে ২২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। সেখানকার বহু সংখ্যক মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতালসহ অসংখ্য বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *