The Daily Kalerchobi
May 3, 2024 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > খেলাধুলা > রংপুরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

রংপুরে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠান

মো: রনি সরকার : পীরগন্জ থেকে
১৬ ডিসেম্বর ২০২৩ খ্রি. ৫২তম মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে প্যারেড কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, রংপুর  মোঃ আবদুল বাতেন বিপিএম, পিপিএম; রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার; জেলা প্রশাসক, রংপুর মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর; পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, শান্তির পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আরপিএমপি পুলিশ লাইন্সের প্যারেড কমান্ডার মাননীয় অতিথিবৃন্দের প্যারেড পরিদর্শন শেষে অনুমতি নিয়ে প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চিং করান। কুচকাওয়াজে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ রংপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ কারারক্ষী, আনসার ভিডিপি, বিএনসিসি সহ মোট ৭টি প্লাটুন অংশগ্রহণ করে। রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত বাদক দল প্যারেডে উপস্থিত থেকে প্যারেডের সৌন্দর্য বর্ধন করে।
রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর কালেক্টরেট স্কুল, শেখ রাসেল পূনর্বাসন কেন্দ্র, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার বালক ও বালিকা দল, আরপিএমপি পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর সহ মোট ১১ টি প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয়। প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *