The Daily Kalerchobi
May 3, 2024 Bangladesh

Blog Post

The Daily kaler chobi > breaking news > গরু-মহিষ নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে চোরের মৃত্যু

গরু-মহিষ নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে চোরের মৃত্যু

 জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে চুরি করা গরু ও মহিষ নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত হাবিবুর রহমান (৪৫) জেলার বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হকের ছেলে।

আহত দুজন হলেন- শেরপুরের মোল্লাপাড়া এলাকার নাছির আহমেদ (২৮) ও শ্রীবর্দী উপজেলার বালিয়াচি এলাকার উকিল মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বসত বাড়িতে ঢুকে উল্টে যায়।

এতে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। তাঁর দুই সহযোগী নাছির আহমেদ ও উকিল মিয়া গুরুতর আহত হন। বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাবিবুর রহমানের মরদেহ ও আহত দুজনকে জামালপুর সদর হাসপাতালে পাঠায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, ট্রাকে করে গরু-মহিষ চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় এক চোর মারা গেছেন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *